রাইট টক বাংলাদেশ এর বর্তমান কার্যক্রম: ১। মাদকবিরোধী জনসচেতনতা : ভবিষ্যতে একটি সুন্দর সমাজ ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাতায় পরিবারের মধ্যে অভিভাবকদের সন্তানদের যুগোপযোগী সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে জনসচেনতা বৃদ্ধিকরা এবং তরুণ প্রজন্ম যাতে মাদকাসক্ত না হয় সেসব বিষয়ে নানা পদক্ষেপ ও সচেতনতা বাড়ানো।
২। শহর-রাস্তাঘাট ও এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম : যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার ফলে পরিবেশ দূষিত হয়। এসবের কারণে বৃষ্টি হলে শহওে জলাবদ্ধতা সৃষ্টিসহ নানা ধরনের রোগ রোগও ছড়িয়ে পড়ে। ময়লা আবর্জনা যাতে নির্দিষ্ট স্থানে ফেলেন বা রাখেন যত্রতত্র কোথাও নাগরিকরা ময়লা ফেলে পরিবেশ দূষিত না করে সেই বিষয়ে প্রতিনিয়ত সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শহর ও গ্রামের পরিবেশ সুন্দর রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্পৃত্ত হওয়া।
৩। শিশু কল্যাণ : খাবার বিতরণ এবং ভবিষ্যতে উন্নত জাতি গঠনের লক্ষ্যে সমাজের প্রতিটি শিশুর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যুগোপযোগী শিক্ষা প্রশিক্ষণসহ ক্রীড়া ও বিনোদনের ব্যবস্থাগ্রহণ করা। পথশিশু ও শ্রমিক শিশুদের কল্যাণে কার্যক্রম পরিচালনা এবং শিশু পাচাররোধ, শিশু অধিকার রক্ষা, শিশু আইনের ব্যাপক প্রচার এবং পিতৃ-মাতৃহীন, দুস্থ, এতিম, অসহায় শিশুদের কল্যাণে প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল ¯্রােতধারায় সম্পৃত্ত করা।
৫। নারী কল্যাণ : বিত্তহীন, অসহায়, তালাকপ্রাপ্ত, বিধাব ও সমাজ থেকে পিছিয়ে পড়া ভাগ্যহত নারী সমাজের জীবনমান উন্নয়নে কর্মসূচি গ্রহণ করা। সংস্থার ব্যবস্থাপনায় নারী উদ্যোক্তা ও শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করা। নারী অধিকার নিশ্চিত করা, যৌতুক ও নির্যাতনের শিকার নারীদের আইনি সহায়তা প্রদান করা।
৬। স্বাস্থ্য সেবা কার্যক্রম: স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্যসেবা কার্যক্রমেরর আওতায় গ্রামের প্রতিটা বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ কর্মসূচি বাস্তবায়নসহ গণস্বাস্থ্য রক্ষার্থে জীবন হরণকারী মারাত্মক সংক্রামক রোগের হাত থেকে বাচাঁর জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি করা, শিশুদের ই,পি,আই ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করা। রোগত্বর সেবা ছাড়াও রোগের আগে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা।
০৭। পারস্পারিক সম্পর্ক উন্নয়ন : এই সংস্থা এলাকাবাসি ও সদস্য/সদস্যদের সোহার্দ-সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ছাড়াও পূর্ণমিলনীর প্রচেষ্টা গ্রহণ করবে।
৮। যুব ও তরুণ কল্যাণ : হতাশাগ্রস্ত বেকার যুব ও তরুণ সমাজের কল্যাণে বিভিন্ন প্রকার শিক্ষা-প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন করা/ যুব ও তরুণ সমাজকে অনৈতিক ও অসামাজিক এবং মাদকসেবন কাজ হতে বিরত রাখতে সচেতনতা সৃষ্টি করা এবং নিরুৎসাহিত করা। যুব ও তরুণ কল্যাণে যুগোপযুগী কর্মসূচি গ্রহণ করা। এছাড়াও দেশের তরুণ ও যুব সমাজকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা।
৯। দিবস পালন : জাতীয়, আন্তর্জাতিক ও ধর্মীয় এবং সরকারি সকল দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন করা।
১০। যত ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম রয়েছে তা রাইট টক বাংলাদেশ সংযুক্ত থাকবে।
Current activities of Right Talk Bangladesh: 1. Anti-drug public awareness: In order to build a beautiful society and a developed nation in the future, taking measures to increase the awareness of the children of the parents in the family in establishing a drug-free society. Raising public awareness among the common people and taking various steps and raising awareness so that the young generation does not get addicted to drugs.
- City-roads and area cleaning activities: Where the environment is polluted due to dumping of garbage. Due to all these, when it rains, various types of diseases spread along with the creation of floods. In addition to raising awareness among people of all walks of life about the fact that garbage should be thrown or kept in specific places, citizens should not pollute the environment by throwing garbage anywhere, besides keeping the environment of cities and villages beautiful and being involved in protecting the balance of the environment.
- Child Welfare: Provision of sports and entertainment along with modern educational training to establish the basic rights of every child in the society with the aim of distributing food and building a better nation in the future. Conducting activities for the welfare of street children and child laborers and mainstreaming the society through prevention of child trafficking, protection of child rights, extensive promotion of child law and training in the welfare of fatherless, poor, orphaned and helpless children.
- Women’s Welfare: Taking programs to improve the quality of life of poor, destitute, divorced, widowed and disadvantaged women in the society. Promoting women entrepreneurship in management of organizations and through education and training. Ensuring women’s rights, providing legal assistance to women victims of dowry and torture.
- Health service activities: Voluntary blood donation, installation of hygienic latrines in every village house and implementation of clean drinking water supply program under the health care program, creating social awareness to save lives from serious communicable diseases to protect public health, encouraging children to take EPI vaccine. Conducting awareness programs before the disease in addition to disease services.
- Development of Reciprocity: The organization will undertake Plenary meetings in addition to the annual general meeting with the aim of promoting the sense of brotherhood and harmony among the residents and members/members.
- Youth and Youth Welfare: To implement programs aimed at self-employment through various types of education and training for the welfare of depressed unemployed youth and youth/ To create awareness and discourage youth and youth from engaging in immoral and anti-social activities and drug abuse. Adopting contemporary programs for youth and youth welfare. Also taking various steps to develop the youth and youth society of the country as efficient citizens.
- Observance of Days: National, international and religious and official days should be observed with due dignity.
- Right Talk Bangladesh will be connected with all kinds of social and humanitarian activities.
রাইট টক বাংলাদেশ এর ভবিষ্যৎ কার্যক্রম:
১। বাল্যবিবাহ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনা : জনসংখ্যার চাপ কমাতে ও পরিকল্পিত পরিবার গঠনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কর্মসূচি গ্রহণ করা।
২। সমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখতে চিত্র বিনোদন কর্মসূচি : সমাজ, রাষ্ট্র ও প্রচিলিত আইন বিরোধী সকল প্রকার কার্যক্রম হতে জনগনকে বিরত রাখতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম ছাড়াও বিনোদনমূলক কর্মসুচি বাস্তবায়নার্থে ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য অনুষ্ঠান, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা ও ম্যাগাজিন, প্রকাশসহ সকল প্রকার দেশজ-সুস্থ বিনোদনের ব্যবস্থা করা।
৩। নাগরিকবোধ জাগ্রত করার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, পথশিশুদের শিক্ষা ও স্কুল স্থাপন : এই সংস্থা যুব, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক দায়িত্ববোধ জাগ্রত সামাজিক ও নৈতিক শিক্ষা-সচেতনতা করার পাশাপাশি শিক্ষা সম্প্রসারণে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার জন্য স্কুল স্থাপন করা। এসব কার্যক্রমের জন্য নিন্মেও তা করা হবে : ক) শিক্ষাবৃডল্ট ঈস্খদান করা। খ) এতিম-অসহায় ও পথশিশু, ভ’মিহীন, শ্রমিক শ্রেণীসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান। গ) পাঠাগার স্থাপন করা। ঘ) বয়স্ক শিক্ষা কার্যক্রম করা।
৪। কারামুক্ত কয়েদীর কল্যাণ ও পূর্নবাসন : সংস্থার অর্থায়ানে কারামুক্ত কয়েদীর পূর্নবাসনের ব্যবস্থা করা।
৫। কিশোর অপরাধ নিয়ন্ত্রণের কল্যাণে : নানা অপরাধে যুক্ত শিশু-কিশোরদের এই পথ থেকে ফিরিয়ে এনে তাদের কল্যাণে সংস্থার ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৬। অসহায়, দুস্থ ও ভিক্ষুকদের কল্যাণ : সমাজের অসহায়, দুস্থ ও ভিক্ষুকসহ সংসারত্যাগী নারী ও পুরুষদের উদ্যোক্তা, উৎপাদনকারী শিক্ষা-প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৭। সামাজিক অসামর্থ ব্যক্তিদের কল্যাণ : সামাজিকভাবে অসহায় অসামার্থ ও চিকিৎসার অভাবে নানা রোগে ভুক্তভুগীদের কল্যাণে সংস্থার ব্যবস্থাপনায় সহযোগিতা করা।
৮। বৃদ্ধ ও দৈহিক অসামার্থ ব্যক্তিদের কল্যাণ : সমাজের শ্রদ্ধাশীল, প্রবীণ, অসহায়-দুস্থদের পূনর্বাসন, বিনোদনসহ তাদের ঘরবাড়ি না থাকলে বৃদ্ধ নিবাসের কল্যাণের ব্যবস্থা করা।
৯। সমাজকল্যাণ কাজে প্রশিক্ষণ : সংস্থার সদস্যসহ গ্রামীণ সমাজে বসবাসকারী প্রান্তিকজনগোষ্ঠীর কল্যাণে যুগের চাহিদা মেটাতে ও স্ব- স্ব এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে সমাজকল্যাণমূলক প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণ করা।
১০ । দক্ষ নাগরিক গড়ে তোলার কল্যাণে : পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে আদর্শ নীতি ও নৈতিকতা এবং উদ্যোক্তা তৈরি করার কল্যাণে সংস্থার মাধ্যমে শিক্ষা-প্রশিক্ষণ দেয়া।
১১। সমাজকল্যাণ সংস্থাসমূহের সমন্বয় সাধন করা : এলাকায় কর্মরত ও নিবন্ধিত প্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করা এবং সংস্থাগুলোকে সেবামূলক কাজে উদ্ধুদ্ব করা।
Future activities of Right Talk Bangladesh:
- Prevention of Child Marriage and Family Planning: To reduce population pressure and take up awareness and programs to prevent child marriage in family planning.
- Image entertainment programs to prevent people from anti-social activities: Sports programs, cultural programs, drama programs, painting competitions, debating competitions among students, wall magazines and magazines to implement entertainment programs in addition to motivational programs to prevent people from doing all kinds of activities against society, state and prevailing laws. , providing all kinds of country-healthy entertainment including publishing.
- Social education, adult education, education of street children and establishment of schools for the purpose of inculcating civic sense: This organization inculcates social and moral education-awareness in the youth, youth and marginalized groups and also establishes schools for the education of children who are lagging behind in the expansion of education. The following will also be done for these activities: a) Issuance of educational certificates. b) Providing educational aids to orphans and street children, homeless, working class and disabled students. c) Setting up library. d) Conducting adult education programs.
- Welfare and rehabilitation of released prisoners: To arrange rehabilitation of released prisoners with the help of the organization.
- For the welfare of juvenile delinquency control: To bring back the children and adolescents involved in various crimes from this path and provide education and training through the management of the organization for their welfare.
- Welfare of the poor, destitute and beggars: Providing education and training to the destitute women and men of the society including the destitute, destitute and beggars.
- Welfare of Socially Disadvantaged Persons: To assist the management of the organization for the welfare of the socially helpless disabled and suffering from various diseases due to lack of treatment.
- Welfare of old and physically challenged persons: Respectful of the society, elderly, helpless-sick people with rehabilitation, entertainment and provision of old age homes if they do not have homes.
- Training in Social Welfare Work: To undertake social welfare training and programs for the welfare of the marginalized people living in the rural society including the members of the organization to meet the needs of the age and for employment in their respective areas.
- For the welfare of developing skilled citizens: Providing education and training through organizations for the welfare of creating ideal principles and ethics and entrepreneurship among people of all sections of the society including backward communities.
- Coordinating Social Welfare Organizations: To act as a coordinator among voluntary social welfare organizations working and registered in the area and to encourage the organizations in service activities.