রাইট টক বাংলাদেশ স্লোগান ‘সবাই মিলে বাংলা সাজাই। রাইট টক বাংলাদেশ সংগঠন একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক এবং জনকল্যাণমুখী সংস্থা। এই সংগঠনের কোন অঙ্গ-সংগঠন থাকবে না বা অন্য কোন সংগঠনের অঙ্গ-সংগঠন হিসেবেও কাজ করবে না।

ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব সভ্যতা সামনের দিকে এগিয়ে গেলেও বহুমাত্রিক সমস্যায় জর্জরিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতা ৪ যুগ পরও কাঙ্খিত লক্ষ্যে পরিপূর্ণভাবে পৌঁছতে পারিনি। পারেনি উন্নত প্রযুক্তির শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে। পারেনি পরিবেশ বান্ধব কৃষি ও শিল্প উন্নয়ন, ক্রীড়া ও শিক্ষা উন্নয়ন, নারী ও যুব সমাজের উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি তথা আর্থ-সামাজিকভাবে উন্নত বিশে^র কাছে ঘেষতে। তাই জাতীয় জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে কৃষি শিল্প ক্রীড়া, সাহিত্য সংস্কৃতির উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকরণে সুস্থ-সবল দেহমনের জাতি গঠনে সচেতনতা দানের পাশাপাশি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বিলীন প্রায় সব জীববৈচিত্র রক্ষা, মাটির উর্বরতা বৃদ্ধির শক্তির মাধ্যমে অধিক খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন, মাটি ও পরিবেশের ক্ষতিকারক ফসল উৎপাদনে নিরুৎসাহিতকরণসহ মিঠা পানির সদ্ব্যব্যবহার ও সংরক্ষণের পাশাপাশি দেশকে মরুময়তার হাত থেকে রক্ষা, অসহায় দরিদ্র বস্তিবাসী পথশিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি নদী ভাঙ্গন রোধকল্পে প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রেখে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে দুর্নীতিমুক্ত টেকসই সমাজ গঠনের লক্ষে ঢাকাসহ জেলার বিভিন্ন এলাকার কিছু সংখ্যক সমমাননা স্বেচ্ছাসেবী মনোভাবাপন্ন ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পৃষ্ঠপোষকতা ও সমন্বিত প্রয়াসে গঠিত এই ‘বাংলাদেশ রাইট টক বাংলাদেশ’ সংস্থা। যার সদস্যগনের ব্যক্তিগত চাঁদা সমাজের সম্পদশালী ব্যক্তিদের দান-অনুদানের পাশাপাশি সরকারি বেসরকারি দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের আর্থিক সহযোগীতায় পরিচালিত হবে এই সংস্থা।

২০১৯ সালের ৫ ডিসেম্বর থেকে আর্তমানবতার সেবায় দেশ ও সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছে রাইট টক বাংলাদেশ। সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক আল-আমিন এম তাওহীদের অসাধারণ উদ্যোগে একঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে পথচলা শুরু হয়। ইতোমধ্যে অসংখ্য মানবিক কাজের মধ্যদিয়ে রাইট টক বাংলাদেশ একটি বাস্তবিক সামাজিক সংগঠনে প্রতিষ্ঠিত হয়েছে।

Right Talk Bangladesh Slogan ‘Sabai Mille Bangla Sajai. Right Talk Bangladesh organization is a completely non-sectarian, non-political, non-profit, voluntary, social and humanitarian and public welfare oriented organization. This organization shall not be an affiliate or act as an affiliate of any other organization.

In keeping with the clock, the world civilization is moving forward, but our dear motherland Bangladesh is plagued with multidimensional problems. Even after 4 years of independence, the desired goal has not been fully achieved. Couldn’t improve the quality of education and health care with advanced technology. Environmentally friendly agriculture and industrial development, sports and education development, development of women and youth society, literary culture as well as socio-economically advanced world could not be approached. Therefore, by spreading the light of education in the national life, to ensure the socio-economic development of the marginalized people along with the development of agriculture, arts, sports, literature and culture, in addition to giving awareness to the formation of a nation of healthy body and mind, the establishment of basic human rights and the establishment of social justice, to protect the balance of nature, to protect almost all the lost biodiversity, the fertility of the soil. In addition to playing a supporting role in producing more food through growth power, discouraging the production of crops that are harmful to the soil and environment, along with the sustainable use and conservation of fresh water. Protecting the country from desertification, providing education and training to helpless poor slum dwellers, as well as sustaining the natural environment to prevent river erosion and building a corruption-free sustainable society as patriotic citizens, it is formed by the sole efforts and patronage and coordinated efforts of a number of like-minded volunteers from different areas of the district including Dhaka. Bangladesh Right Talk Bangladesh’ organization. This organization will be managed with the financial assistance of various individuals/institutions, government and private, domestic and foreign, in addition to the donations of the wealthy individuals of the society.

Since December 5, 2019, Right Talk Bangladesh has been working for the people of the country and society in the service of humanity. The walk started with a group of volunteers with the extraordinary initiative of the founder of the organization, eminent journalist Al-Amin M Tawheed. Already, Right Talk Bangladesh has been established as a real social organization through numerous humanitarian works.

মানবিক মূল্যবোধ ও নীতি নৈতিকতার মানদন্ডে দাড়িয়ে একটি পরিচ্ছন্ন সমাজ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমাজসেবায় অবদান রাখবে এই সংগঠন। দেশ-মাটি ও মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে মাতৃভূমির প্রেম ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার গল্প।

This organization will contribute to social service to build a clean society and efficient human resources by standing on the standards of human values ​​and ethics. The love of the motherland through love and respect for the land and people is the story of our moving forward in love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *