আমরা মানবতার কল্যাণে এই উদ্যোগ অব্যাহত থাকবে। জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে ২ জুন ২০২৫ রাজধানীর নাজিমউদ্দীন রোডের শুকুমিয়ার গলিতে “মানবতার দেওয়াল, এখানে জামা-কাপড় রাখুন” এই কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহীদ। এসময় উপস্থিত ছিলেন শাকিল ইসলাম ও তানভীর ইসলামসহ সংস্থার সদস্যরা।

রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বলেন, যারা সমাজের অসহায় কিংবা আর্থিকের কারণে জামা কাপড় ক্রয় করে পড়তে পারছেন না তাদের জন্য রাইট টক বাংলাদেশ এর মানবতার দেওয়াল। এটি সারাদেশে চলমান থাকবে।
দেশের প্রতিটা অলি গলিতে মানুষের জন্য এই বিষয়টি চালু রাখলে যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে পড়তে পারবেন। মানুষ মানুষের জন্য আর রাইট টক বাংলাদেশ সবার জন্য। আমাদের ক্ষুদ্রতম জায়গা থেকে এই সমাজ ও মানুষের কল্যাণে কিছু করতে পারা সেটা হচ্ছে ভাগ্যের।

আমরা চাই যেকোনো জিনিসের অপচয় না করে এভাবে মানবতার দেওয়ালে রাখলে যার প্রয়োজন সে নিয়ে পড়তে পারবেন। এই যাত্রা সবসময় অব্যাহত থাকবে।