” নদী, হাওর, বন, কৃষিজমি ও পাহাড়: পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয়” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২২ জুন ২০২৫ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে “অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রেফর্ম এন্ড ডেভেলপমেন্ট” (ALRD)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুশি আপা, শামসুল হুদা, বেলা এর নির্বাহী পরিচালক এ্যাডভোকেট তাসলিমা আক্তার, পরিসংখ্যান রিসার্চের ড. সুফিয়া আক্তার, পরিবেশবিদ পাভেল পার্থ, রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ, উপদেষ্টা পরিষদের সদস্য রেজিনা আক্তার শিল্পী।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন জেলার পরিবেশ ও নদী নিয়ে কাজ করে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
