‘‘শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন রাইট টক বাংলাদেশ ও হেলথ গার্ডিয়ান নার্সিং কনসালটেশন সেন্টার’’

চিকিৎসাসেবা থেকে ব/ঞ্চি/তসহ নানা শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এবং হেলথ গার্ডিয়ান নার্সিং কনসালটেশন সেন্টার যৌথ উদ্যোগে।

২৩ মে ২০২৫ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই “ফ্রি মেডিকেল ক্যাম্প” এর উদ্বোধন করেন রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ।

এতে বক্তব্য রাখেন রাইট টক বাংলাদেশ এর উপদেষ্টা পরিষদের সেলিম রেজা, রেজিনা আক্তার শিল্পী, হেলথ গার্ডিয়ান নার্সিং কনসালটেশন সেন্টারে মো. লিটন। এসময় উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ এর ইভা রহমান, কামরুল হাসান মেহেদী, জান্নাতুনসহ সকল স্বেচ্ছাসেবক ও হেলথ গার্ডিয়ানের মেডিকেল টিম।

সোহরাওয়ার্দী উদ্যানে “মেডিক্যাল ক্যাম্প” এ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শতাধিক মানুষকে এই সেবা প্রদান করা হয়।

রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বলেন, এই মানবিক সেবা সবসময় অব্যাহত থাকবে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সকল শ্রেণির পেশার মানুষ যাতে চিকিৎসা নিতে পারে সেটির ব্যবস্থা ভবিষ্যতে রাইট টক বাংলাদেশ করবে। মানবিককাজে এগিয়ে আসার জন্য হেলথ গার্ডিয়ান নার্সিং কনসালটেশন সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে মানবিক ও সামাজিক কাজে আমাদেরকে প্রতিনিয়ত যারা সহযোগীতা করে যাচ্ছেন তারাই হচ্ছে সমাজ ও দেশের শ্রেষ্ঠ মানুষ।
