জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ । এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী সকল বীর শহীদদের।

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪ বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ, ইভা রহমান, ইমরান হাদী, আজমাইন নিরব, মানসুরা ইবনাতসহ সংগঠনটির সদস্যরা।

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন ‘বিজয়’। এদিন বাঙালির আত্মপরিচয় লাভের দিন।

অনেক সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগ, অশ্রু ও সংগ্রাম শেষে স্বাধীন দেশে বিজয়ের আনন্দ উদযাপনের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

বিজয়ের ৫৩ বছর পূর্ণ হচ্ছে আজ। এ বছর বিজয় দিবসের সঙ্গে যুক্ত হচ্ছে একটি নতুন অনুষঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *