“আমার সোনার বাংলায় মাদকের ঠাই নাই, মাদক ব্যবসায়ী ও সেবীদের আস্তনা সোহরাওয়ার্দী উদ্যানে আর হবে না” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে”আমার সোনার বাংলায় মা/দ/কে/র ঠাই নাই, মা/দ/ক ব্যবসায়ী ও সেবীদের আস্তনা সোহরাওয়ার্দী উদ্যানে আর হবে না” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে।

জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে আজ ১৬ মে ২০২৫ বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র্যালীটি কালি মন্দিরের গেটের সামনে থেকে বের হয়ে পুরো উদ্যানে ঘুরে মাঠে তরুণ প্রজন্মের উপলক্ষে বক্তব্য রাখেন রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ, সংস্থার উপদেষ্টা সেলিম রেজা, শাহবাগ থানার এসআই মাজিবুল ইসলাম।

উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ এর সকল সদস্যরা। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের শত শত মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। তারা রাইট টক বাংলাদেশ এর এই মহতী কাজকে সাধুবাদ জানান এবং ভবিষ্যত এটি যেন অব্যাহত থাকে।
