সবাই মিলে বাংলা সাজাই এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে “রাইট টক বাংলাদেশের ৫ ম বর্ষপূর্তি, গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবক মিলন মেলা ২০২৫” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা সেগুন বাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে রাইট টক বাংলাদেশের আয়োজনে ৫ ম বর্ষপূর্তি, গুণীজনদের সংবর্ধনা ও সারা বাংলাদেশ থেকে আসা স্বেচ্ছাসেবক মিলন মেলা ও জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ড.লে: কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এরশাদ হোসেন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোঃ মোশারফ হোসেন ,ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাইট টক বাংলাদেশের আল- আমিন এম তাওহীদ,চীফ এক্সিকিউটিভ অফিসার রাই নেক্সাস ইনফোটেক মোঃ ইঞ্জিনিয়ার আরিফুল হক।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন নিউজ ।এছাড়া বক্তব্য রাখছেন সারাদেশ থেকে আসা সভাপতি/সম্পাদক ও গুণীজন।
