মাগুরার ৮বছরের শিশু আছিয়ার ধ’র্ষ’কে’র প্রকাশ্যে জনসম্মুখে ফাঁ’সির দাবি জানিয়ে ” আমার সোনার বাংলায় ধ’র্ষক’দের ঠাঁই নাই” এমন অসংখ্য ধ’র্ষ’ণ’বিরো’ধী নানা স্লোগান ব্যবহার করে সকল নারী ও শিশু নি’র্যা’তনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ।

শুক্রবার ১৪ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনটির সকল সদস্যরা।

মানববন্ধনে রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহীদ বলেন, ধ’র্ষ’ক বেঁচে কিন্তু ধ’র্ষি’তা বেঁচে নেই। আছিয়া মা’রা গেছে কিন্তু ধ’র্ষ’ক বেঁচে আছে, এমন দৃশ্য তো আমরা কখনোই দেখতে চাই না। ধ’র্ষি’তার আগে ধ’র্ষ’কে’র মৃ’ত্যু দেখতে চেয়েছিলাম। শুধু আছিয়াই নয় এখন গণহারে শিশু ধ’র্ষণে’র শিকার হচ্ছে। এক আছিয়ার রেষ কাটতে না কাটতেই গতকাল সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু ধ’র্ষ’ণে’র শিকার হয়েছে। এসব হওয়ার একমাত্র কারণ ধ’র্ষ’কে’র সঠিক বিচার না হওয়া এবং ফাঁ’সি না হওয়া। জনসম্মুখে একজন ধ’র্ষ’ককে ফাঁ’সি দিলে পুরো দেশটাই ধর্ষণমুক্ত হতো।

দেশের রাজনৈতিক নেতাদের পকেটে আইন থাকায় বেশিরভাগ ধ’র্ষি’তা বিচার পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, অনেক শিশুর ধ’র্ষ’ক’রা মামলা তুলে নিতে ধ’র্ষি’তার পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। ৫২, ৭১ এবং ২৪ এ কারণে হয়নি, একটি শান্তিপ্রিয় দেশ, অ’প’রা’ধমুক্ত দেশ গড়তে হয়েছিল। যারা দেশের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছেন তারা হয়তো জানেন না প্রিয় মাতৃভূমিতে ৪বছরের শিশুটি নিরাপদ না।

শুধু শিশুই নয়, নারীরা নি’র্যা’তনে’র শিকার হচ্ছে। নারী ও শিশুর প্রতি দিন দিন স’হিংস’তা বেড়ে চলছে। এভাবে চলতে থাকলে এদেশে নারী ও শিশুর জন্ম নেওয়াই হলো সম্ভবত অ’ভিশা’প।

সংগঠনটির অন্যান্য সদস্যরা সকল ধ’র্ষক’দে’র প্রকাশ্যে ফাঁ’সি দাবি করে নারী ও শিশুদের ওপর সবধরনের নি’র্যা’ত’ন বন্ধের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *